ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

মাদারীপুর খালিয়া ইউনিয়নে গৃহ হারাদের উপর আইন প্রশাসনের হামলা ও মামলা প্রসংগ

প্রতিবেদনে জানা যায় যে-রাজৈর থানা নিয়ন্ত্রনাধীন খালিয়া ইউনিয়ন পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান উপজেলা প্রশাসনের অনৈতীক সহযোগীতায় এলাকার অসহায় ও বাস্তহারা জনগন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতী মোতাবেক বিনা মূল্যে বাসস্থান ও পূনর্বাসনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এমনকি সরকারী প্রজ্ঞাপন জারী হওয়ার পর বিনা মূল্যে গৃহ/বাসস্থান পাওয়ার আশায় ইউ/পি চেয়ারম্যানের মিথ্যা ও প্রতারনা মূলক আশ্বাসে দ্রুত সুবিধা ভোগের লক্ষে প্রতিটি দূঃস্থ্য পরিবার চেয়াম্যানকে প্রচুর টাকা ঘুষ হিসাবে প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ অসহায় গৃহহীন গ্রামবাসিদের প্রতিনিয়ত বিভিন্ন রকম স্বপ্ন ও মিথ্যা অজুহাত দেখিয়ে অবশেষে গৃহ সংস্থান ও পূনর্বাসনের বিষয়টি দেশে চলমান রাজনৈতীক সংকট হিসাবে আক্ষায়িত করে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাধ করেছে। ফলে গরীব অসহায় গৃহহীন গ্রামবাসীরা এই গুরুত সমস্যার দ্রুত সমাধানের লক্ষে জেলা প্রশাসন ও আইন সংস্থার কাছে অভিযোগ জানিয়ে হতাশা গ্রস্থ্য হতে হয়। অতঃপর দরিদ্র এলাকাবাসীরা এলাকায় বেসরকারী কিছু সমাজ কল্যান প্রতিষ্ঠানের সার্বিক সহযোগীতায় নিজেদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে গতকাল ২৭শে জুন২০২১ইং রবিবার সকালে সম্মেলীত হয়ে রাজৈর উপজেলা পরিষদ ভবনে মানব বন্ধন, অবরোধ/ঘেড়াও অভিযান চালায়। এমতাবস্থায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টিহলে জেলা প্রশাসনের কর্মকর্তার নির্দেশনায় আইন সংস্থা ও চেয়ারম্যানের সন্ত্রাসীরা তাহাদের উপর বর্বরচীত হামলা চালালে উভয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও দাঙ্গাফসাদ শুরু হয়। ঘটনা স্থলে সরকার সমর্থীত সন্ত্রাসীদের আক্রমনে প্রচুর নিরিহ লোকজন গুরুতর হতাহতসহ ২/৩জন পুলিশ সদস্য ও চেয়ারম্যানের কিছু গুন্ডাপান্ডার গুরুতর আহত হলে স্থানিয় লোকজন তাহাদের উদ্ধার করে সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভর্তি করে। কিন্তু আহতদের মধ্যে সরকার দলীয় ২জন ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটাতে তাহাদের উন্নত চিকিৎসার জন্য পুলিশ ফোর্স দ্রুত ঢাকা মেডিক্যালে স্থানান্তর করেন এবং তাহারা বর্তমানে নিবির পরিচর্যায় চিকিৎসারত আছে বলে প্রশাসন নিশ্চিত করেন। এই ঘটনা চলাকালিন পুলিশ ফোর্স বেশ কিছু আন্দোলনকারীদের ঘটনা স্থল থেকে গ্রেফতার ও প্রাথমিকভাবে অপরাধী চিহ্নিত করে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। প্রতিনিধি পুলিশের সাথে যোগাযোগে নিশ্চিত হয় যে-এই মামলায় বেশকিছু এনজিও কর্মকতা ও কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাহাদের উস্কানি ও স্বক্রিয় ভূমিকায় গ্রামবাসীরা উশৃঙ্খল ভাবে আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আইন প্রশাসন ও স্থানিয় জানমালের চরম ক্ষতী সাধন করেছে। পুলিশের তথ্য অনুসারে ঘটনা স্থলে গ্রেফতার ও পলাতক আসামীদের পরিচিতি যথা ১। মুকছেদ হাসান, পিং-ইমাম হাসান, ২। রিজবী খান, পিং-জাহিদ খান, ৩। মুমিনুল হক পিং-ইকরাম উদ্দিন, ৪। সুবীর দাস, পিং-প্রদীপদাস, ৫। রিমা আক্তার, স্বামী-ফরহাদ, ৬। তাইফ উদ্দিন, পিং-আদম মিয়া, ৭। সাইমন খন্দকার, পিং-মুহিত খন্দকার গং এনজিওর কর্মচারী হিসাবে পরিচিত এবং ধৃত যথাঃ৮। মোঃ ফরিদ উদ্দিন, পিং-মৃত আতর আলী, ৯। ফয়েজ উদ্দিন, পিং-আমির উদ্দিন, ১০। মোঃ আইনুল, পিং-মৃত হাকিম মিয়া, ১১। আব্দুল মতিন, পিং-মৃত জমির উদ্দিন, ১২। শুকান্ত শাহা, পিং-শ্রী চন্দনশাহা, ১৩।মহিবুল হক, পিং-মুজিবুল হক,১৪। আবু জীলানি, পিং-তাজউদ্দিন, ১৫। ফয়সাল আলম, পিং-মুক্তার হোসেন গং গ্রামের হতদরিদ্র জনগোষ্টির সদস্য এবং তাহাদের জিজ্ঞাসাবাদ ও স্বীকার উক্তি মোতাবেক অপরাধে জড়িত আরো ৭জন পলাতক আসামীর পরিচয় চিহ্নিত করাহয় যথাঃ ১৬। ইদ্রিছ মোল্লা পিং-আইউব মোল্লা, ১৭। মিজানুল হক, পিং-হাফিজ উদ্দিন, ১৮। জাকির হোসেন, পিং-জুলফিকার হোসেন, ১৯। রাজু বাইজিদ, পিং-মনসুর বাইজিদ, ২০। সজিব দাড়িয়া, পিং-রবিউল দাড়িয়া, ২১। মুশারফ মাতুববর, পিং- আমজাদ মাতুববর, ২২। দেলোয়ার মুন্সি, পিং-কবির মুন্সিগং সকলে খালিয়া ইউনিয়ন পরিষদে বিভিন্ন গ্রামের হতদরিদ্র বাসিন্দা হিসাবে পরিচিত। প্রতিনিধি আন্দোলন কারীদের অপরাধের বিষয় থানা পুলিশকে জিজ্ঞাসা করলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বর্ননা করেন যে-এনজিও প্রতিষ্ঠানের কর্মচারীরা বিরোধী রাজনৈতীক দলীয় স্বার্থ ও ষড়যন্ত্রে জড়িয়ে দরিদ্র গোষ্টিদের অনৈতীক উস্কানি দ্বারা ক্ষিপ্ত ও অপব্যবহার করছে। এমনকি সরকারী বিরোধী গুরুতর মিথ্যাচার ও অপপ্রচারনা চালিয়ে এলাকার জনগনকে বিভ্রান্তর মাধ্যমে জন-প্রশাসনকে হেওপতিপন্ন করছে বিধায় পুলিশ প্রশাসন তাহাদের বিরুদ্ধ উপযুক্ত আইনি ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও নিয়ন্ত্রন করছেন। প্রতিনিধি চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা চালালে তিনি গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বিধায় স্বাক্ষাৎ প্রদানে অসম্মতি জানায় কিন্তু এলাকাবাসীর ভষ্য মোতাবেক তিনি ঘটনার পর থেকে নিজেকে সম্পুর্ন  আড়াল রাখার বিষয় নিশ্চিত তথ্য জানা যায়।

ads

Our Facebook Page